ফের স্থগিত হল UGC NET পরীক্ষা

নিউজ ডেস্ক:  এই নিয়ে তৃতীয়বার স্থগিত হয়ে গেল ইউজিসির নেট পরীক্ষা। এর আগেও দু’বার নেট পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছিল করোনাজনিত কারণে। নতুন নির্দেশিকা অনুযায়ী প্রথমে…

UGC Exam

নিউজ ডেস্ক:  এই নিয়ে তৃতীয়বার স্থগিত হয়ে গেল ইউজিসির নেট পরীক্ষা। এর আগেও দু’বার নেট পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছিল করোনাজনিত কারণে। নতুন নির্দেশিকা অনুযায়ী প্রথমে ৬ থেকে ৮ অক্টোবর এবং ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পরীক্ষার সূচি ঘোষিত হয়েছিল। কিন্তু সেই দিনও পাল্টে যায়। নতুন করে বলা হয় ১৭ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের মধ্যে নিট পরীক্ষা হবে।

কিন্তু করোনার কারণে এবার নতুন পরীক্ষার সূচিও বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। রবিবার এনটিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই পরীক্ষার নতুন দিন-তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষার নতুন সূচি জানার জন্য পরীক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি এদিন তাদের ওয়েবসাইটের নামও জানিয়েছে। www.nta .ac.in এবং ugcnet. nta.nic.in. এই দুই ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের কোনও জিজ্ঞাস্য থাকলে সরাসরি হেল্প ডেস্কে ফোন বা ইমেইল করতে বলা হয়েছে। হেল্প ডেস্কের ফোন নাম্বার হল ০১১ ৪০৭৫ ৯০০০।