Virender Sehwag: নজফগড়ের নাবাব জবাব দিতেন সুলতানি তলোয়ারে

বিশেষ প্রতিবেদন: চন্দ্রবিন্দুর গানটা মনে পরে? যেমন সেওয়াগ (Virender Sehwag) ব্যাটিং শুরু করলেই বলাররা বোনলেস। হ্যাঁ তিনি এমনই তো ছিলেন। নজফগড়ের নবাব বিপক্ষের জবাব দিতেন…

Virender Sehwag

বিশেষ প্রতিবেদন: চন্দ্রবিন্দুর গানটা মনে পরে? যেমন সেওয়াগ (Virender Sehwag) ব্যাটিং শুরু করলেই বলাররা বোনলেস। হ্যাঁ তিনি এমনই তো ছিলেন। নজফগড়ের নবাব বিপক্ষের জবাব দিতেন সুলতানি তলোয়ারে। তাই তো তিনি ভারতের রাজধানী দিল্লির নজফগড়ের নবাব , আবার পাকিস্তানের মুলতানের সুলতান। আর তাঁর ব্যাট ? সত্যি, ‘দো ধারি তলোয়ার’। ধারেও কাটে ভারেও কাটে। 

মুখ , ব্যাট যার দুটোই সমান তালে চলেছে তিনি বিরেন্দ্র সেওয়াগ। ক্রিকেটে একজন ওপেনারের কাজ কী? বল দেখে খেলা। অফ স্টাম্পের বাইরে কম খেলা ভি -এর মধ্যে শট খেলা। প্রথম ১-২ ঘন্টা বোলারদের দেওয়া। এসবের বাইরে তিনি। যতক্ষন মাঠে থাকবেন চলবে বোলারদের উপর হয়েছে মারদাঙ্গা। মুখে , ব্যাটে দুভাবেই। তিনি সবার প্রিয় ভারতীয় ক্রিকেটের বিরু। যার সঙ্গে জয় না থাকলেও ব্যাটের ধুম ধারাক্কায় ভারতের জয় এসে পাশে বসত চুপটি করে।

কয়েকটা উদাহরণ দিলেই আরও একবার স্পষ্ট হবে। ইডেনে টেস্ট ম্যাচ। প্রথম দিনে সেওয়াগ ৮২ রানে অপরাজিত। দ্বিতীয় দিন খেলা শুরু হলে পোলক , এনটিনিদের মতো বোলারদের বিরুদ্ধে একজন সাধারণ ওপেনার কী করতে পারে ? দেখে খেলবে যাতে সেঞ্চুরি হয়। বদলে তিনি বল পাঠালেন ওভার বাউন্ডারিতে। কিছু ওভার পরেই আউট হয়ে যান, সেঞ্চুরি টাও হল না … কিন্তু সেওয়াগ এরকমই।

Virender Sehwag

আবার দক্ষিণ আফিকা, এবার ২৯১ অপরাজিত ব্যাটিং করছেন সেওয়াগ। নেগেটিভ বোলিং করা হচ্ছে শট না মারতে দেওয়ার জন্য। এর মধ্যে পল হ্যারিসকে #চ্যালেঞ্জ “রাউন্ড দি উইকেট এসো না, প্রথম বলই ওড়াব”। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এবং ওই ওভারের প্রথম বলটাই #বাউন্ডারির_বাইরে ! সেওয়াগ ইজ জাস্ট লাইক দ্যাট।
২০০৩-০৪ বক্সিং ডে টেস্ট, ১৯৫ রানে আউট , ছয় মারতে গিয়ে নিশ্চিত দ্বিশতরান থেকে বঞ্চিত। হর্ষ ভোগলে প্রশ্ন করেছিলেন “বীরু, আর মাত্র ৫ রান করলেই তো ২০০ হয়ে যেত”। উত্তরে তিনি বলেছিলেন “বলটা আর মাত্র তিন গজ পিছনে পড়লেই ছয় হয়ে যেত “! ল্যাঙ্কাশায়ার টীমে সতীর্থ জেরেমি স্নেইপ ব্যাট করার সময় বললেন পুরনো বলের সুইং সামলাতে একটু সমস্যা হচ্ছে … সেওয়াগ এমন মারলেন যে বল হারাল, আম্পায়ার নতুন বল নিতে বাধ্য হলেন। তখন স্নেইপকে সেওয়াগ বলেছিলেন “ভাই নতুন বলে অন্তত ২ ঘন্টা তোমার কোনো সমস্যা হবে না, রিভার্স সুইং তো অত আর হবে না”।

মুলতানে ব্যাট করছেন #সচীনের সঙ্গে। তিনি বারণ করেছিলেন উল্টোপাল্টা শট না মারতে … ২৯৫ -তে এসে “পাজী, এবার একটা ছয় মারি না?” ছয় মেরেই তিনশো করেছিলেন। ২০০২, ন্যাটওয়েস্ট ট্রাফির সেই #ঐতিহাসিক ফাইনাল। #সৌরভের সঙ্গে প্রথম ১০ ওভারে ভালো রান ওঠার পর সৌরভ যখন তাঁকে বললেন, রনি ইরানি বল করতে আসছে , উৎসাহিত হয়ে উইকেট না দিতে … বলে দিলেন তো ঠিক আছে দাদা … কিন্তু করলেন ঠিক উল্টো … এক ওভারে মারলেন ২২।

শোয়েবকে #স্লেজিং এর জবাব? সেই যে সেওয়াগকে বাউন্সার দিয়ে বলছিলেন “হুক পুল মেরে দেখা”। সটান জবাব “আরে ভিক্ষা চাইছিস নাকি! নন স্ট্রাইকারে তোর বাবা (সচিন) দাঁড়িয়ে আছে .. ওকে গিয়ে বল, মেরে দেখাবে”। অথবা মাইকেল ক্লার্ক যখন সচিনকে উত্ত্যক্ত করছিলেন “তোমার বয়স তো হল, আর কেন?” সেওয়াগের পছন্দ হয়নি ঠিক ব্যাপারটা …গিয়ে বলে আসেন “তোমায় ড্রেসিংরুমে pup বলে ডাকে তো ?” ক্লার্ক জিজ্ঞাসা করেছিলেন “হ্যাঁ, কেন ?” সেওয়াগের উত্তর ছিল “কোন প্রজাতির pup তুমি?”…

২০০১ সালেই নাকি লক্ষণকে কথা দিয়েছিলেন যে ট্রিপল সেঞ্চুরি করে ওনার ২৮১ করেও তিনশো না করার দুঃখ মেটাবেন। কথা রেখেছিলেন ২টো তিনশো মেরে .. ১৪৯ বলে ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরানের তাণ্ডবের সাক্ষীও তো আমরা .. টেকনিক ভালো না … পা নড়ে না … এমন নানা কথার মাঝে টেস্ট অভিষেক ঘটিয়েও ১০৫, সেটাও কোথায়? #দক্ষিণআফ্রিকারডেরায়, ব্লুমফোন্টেনে…

এম সি সি কোচিং ম্যানুয়ালকে আপার কাট মেরে নিজের মতো শট খেলা … ভি? ওটা তো মনে হয় বাউন্ডারির ছাদ ছিল বীরুর কাছে !! ফুটওয়ার্ক না করেও এমনভাবে দুঃস্বপ্ন দেখাতেন বোলারদের, যে নাম শুনলেই ধুকপুকানি শুরু হয়ে যেত! কিশোর কুমারের গান গাইতে গাইতে ছয় মারতেন। ইয়ান চ্যাপেল তো বলেই দিয়েছিলেন “মোজেস যেমন রেড সী দু’ভাগ করেছিলেন, তেমনি সেহবাগ ক্রিজে থাকলে প্রতিপক্ষকে চিরে দিয়ে বেরিয়ে যাবে “!!

জাহির খানের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব … না শুধু ওনার বোলিংয়ের জন্য নয়, সৌরভকে সেওয়াগের নামটা ওপেনার হিসাবে সুপারিশ করার জন্য। যদি কেউ ক্রিকেট শেখে এবং ভাবে ওপেন করতে নেমে বীরুর মতোই খেলবে তাহলে সে মহাভুল করবে। বল ও বোলারের হাত দেখে অফ স্টাম্পের বাইরের বল ছাড়াই শ্রেয়। কারন ‘মুলতান কা সুলতান’ কোটিতে একজনই হন।