Uddhav Thackeray: মাদকের মতো বিজেপিকে পেয়ে বসেছে ক্ষমতার নেশা, কটাক্ষ উদ্ধব ঠাকরের

অনলাইন ডেস্ক, মুম্বই: দশেরা উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি ও সংঘ পরিবারকে কড়া ভাষায় আক্রমণ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে (Uddhav…

Uddhav Thackeray

অনলাইন ডেস্ক, মুম্বই: দশেরা উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি ও সংঘ পরিবারকে কড়া ভাষায় আক্রমণ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)।

মুখ্যমন্ত্রী বলেন, মাদকের নেশার মত বিজেপিকে ক্ষমতার নেশায় পেয়ে বসেছে। কেন্দ্রের বিজেপি সরকারের লক্ষ্য হল যেনতেনভাবে ক্ষমতা দখল করা। নিজেদের স্বার্থসিদ্ধি করতে মোদি সরকার সিবিআই, আয়কর দফতর, ইডি, এনসিবির মত বিভিন্ন সংস্থাকে কাজে লাগাচ্ছে। মোদি সরকারের লক্ষ্য হল বিরোধীদের কণ্ঠরোধ করা। তবে শিবসেনা নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার কেন্দ্রের যেকোনও অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করবে।

ওই অনুষ্ঠানে ঠাকরে আরও বলেন, বিজেপি সরকারের অঙ্গুলিহেলনে এনসিবি অহেতুক বলিউড তারকাদের হেনস্তা করছে। আসলে কেন্দ্রীয় সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যা দেখে মনে হয় মহারাষ্ট্র মাদক সেবন কেন্দ্রে পরিণত হয়ে উঠেছে। অথচ গুজরাতের মুন্দ্রা বন্দরে কোটি কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হচ্ছে। সে বিষয়ে কিন্তু মোদি সরকার একটি কথা ও বলছে না। বিজেপির হিন্দুত্বকেও এদিন কড়া ভাষায় আক্রমণ করেন উদ্ধব। তিনি বলেন, বাইরের কোনও শক্তির জন্য হিন্দুত্ব বিপন্ন হয়নি। নতুন ভাবে নিজেদের হিন্দু বলে দাবি করা একটি দল ও কয়েকজন ব্যক্তির জন্য বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে।

নতুন হিন্দুত্ববাদী দল বলতে ঠাকরে যে বিজেপিকেই বুঝিয়েছেন তা স্পষ্ট। শিবসেনা প্রধান আরও বলেছেন, আরএসএস ও শিবসেনা উভয়েরই আদর্শ এক। কিন্তু তাদের চলার পথটা সম্পূর্ণ আলাদা। নতুন হিন্দুত্ববাদী শক্তি এখন ব্রিটিশদের মত বিভাজনের রাস্তা বেছে নিয়েছে। মারাঠি ও অমারাঠিদের মধ্যে বিভাজন করতে তারা চেষ্টা চালাচ্ছে। কিন্তু মানুষকে আমি বলব বিজেপি ও শিবসেনার এই প্ররোচনায় পা দেবেন না। আসলে বিজেপি মহারাষ্ট্রের বদনাম করার চেষ্টা করছে।

এ প্রসঙ্গে ঠাকরে বলেন, প্রেমে ব্যর্থ হয়ে অনেক সময় প্রেমিক প্রেমিকার মুখে অ্যাসিড ছুড়ে মারে। বিজেপির এখন ঠিক সেই অবস্থা হয়েছে। তাই গেরুয়া বাহিনী মহারাষ্ট্রের গায়ে কালি ছেটানোর চেষ্টা করছে। মহারাষ্ট্রের মানুষ একারণেই ওদের প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, সম্প্রতি বিজেপি শিবসেনা সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছিল। সেই মন্তব্যের জবাব দিতেই এই উদ্ধব কটাক্ষ করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, ২০১৯ সালে মহারাষ্ট্রে ক্ষমতা দখলকে কেন্দ্র করে বিজেপি-শিবসেনার জোট ভেঙে যায়। পরিবর্তে শারদ পাওয়ারের এনসিপি কংগ্রেসের সমর্থনে শিবসেনা সরকার গঠন করে।